আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে ব্যাটারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কয়েকজন ব্যাটারের অবস্থান পিছিয়েছে। তালিকায় উল্লেখযোগ্যভাবে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ এবং তানজিদ হাসান তামিম রয়েছেন। তারা প্রত্যেকে দুই ধাপ করে নিচে নেমেছেন।
৭০তমস্থানে ছিলেন মিরাজ। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্টে ৭২ নম্বরে নেমে গেছেন তিনি। এছাড়া ৪৪৬ রেটিং পয়েন্টে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্টে ৮৭ নম্বরে সৌম্য, একই পয়েন্ট তানজিদ তামিমেরও। টাইগারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত সবার ওপরে আছেন। ৫৭২ রেটিং পয়েন্টে ৩২ নম্বরে সাবেক এই অধিনায়ক। অবশ্য সেরা এক শ’তে তাওহীদ হৃদয় ও জাকের আলিও আছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার তিন ব্যাটার—ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন এবং মিচেল মার্শ একই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন। এই পারফরম্যান্সের প্রভাব তাদের আইসিসি ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়েও পড়েছে।
১০৩ বলে ১৪২ রানের ইনিংস খেলে হেড একধাপ এগিয়ে ৬৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান করছেন। অন্য ওপেনার মিচেল মার্শ ১০৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন এবং তার সেঞ্চুরির ফলে ৪ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন।
তবে সবচেয়ে বেশি উন্নতি গ্রিনের। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান, সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে ৭৮ নম্বরে রয়েছেন অজি এই ব্যাটার।