বিডিটেলিগ্রাফ ডেস্ক।
ইউক্রেনের অন্যতম বড় নৌজাহাজ ‘সিমফেরোপল’ ড্রোন হামলায় ডুবে গেছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দানিয়ুব নদীর ব-দ্বীপে এ হামলা চালানো হয়, যা আংশিকভাবে ইউক্রেনের ওডেসা অঞ্চলে অবস্থিত।
রুশ মন্ত্রণালয় জানায়, মাঝারি আকারের লাগুনা-শ্রেণির এ জাহাজটি রেডিও, ইলেকট্রনিক, রাডার ও অপটিক্যাল নজরদারির কাজে ব্যবহার হতো। এটি ছিল গত এক দশকের মধ্যে ইউক্রেনের কমিশন করা সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।
রুশ সংবাদমাধ্যমের তথ্যমতে, এই প্রথম রাশিয়া সামুদ্রিক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের নৌবাহিনীর জাহাজ ধ্বংস করতে সক্ষম হলো।
অন্যদিকে ইউক্রেনীয় নৌবাহিনী হামলার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, এতে অন্তত একজন ক্রু নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। ২০১৯ সালে চালু হওয়া ‘সিমফেরোপল’ ২০২১ সালে ইউক্রেনীয় নৌবাহিনীতে যোগ দেয়।