রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শুরু হওয়া সংঘর্ষে নুরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে গণ-অধিকার পরিষদের নেতারা জড়ো হলে জাপা নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে জাপা নেতাদের সরিয়ে দিলেও গণ-অধিকার পরিষদের নেতারা সময়মতো সরে না দাঁড়ানোয় পুলিশ লাঠিচার্জ করে।
এ ঘটনায় সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ আরও কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ‘সন্ত্রাসীরা’ তাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে।
শনিবার সকালে নুরের ফেসবুক পেজে জানানো হয়, তিনি এখনও আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও কিছুটা জ্ঞান ফিরেছে। তার ওপর হামলাকে “অত্যন্ত ন্যাক্কারজনক” বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে আইন উপদেষ্টার ড. আসিফ নজরুল হাসপাতালে গিয়ে নুরকে দেখেন।