ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের মাথার আঘাতে আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার অবস্থার উন্নতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
শনিবার (৩০ আগস্ট) ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নুরুল হকের মাথায় গুরুতর আঘাত থাকলেও তাৎক্ষণিক সার্জারি লাগছে না। তবে এই সময়সীমা পার হলে তার অবস্থা কতটা স্থিতিশীল হয়েছে তা বোঝা যাবে।
চিকিৎসকরা জানান, নুরের নাকে দেওয়া ন্যাজাল প্যাক খুলে ফেলা হয়েছে এবং বর্তমানে আর রক্তপাত নেই। এছাড়া তার চোয়ালের হাড় ভেঙেছে, তবে সেটি সময়ের সঙ্গে সেরে যাবে।
নুর বর্তমানে হাসপাতালের আইসিইউতে আছেন। অক্সিজেন সাপোর্টসহ উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের ছয় সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে, যেখানে পরিচালক নিজেও রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নুর একেবারেই অচেতন হয়ে পড়েননি। গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। নাক দিয়ে প্রচুর রক্তপাত হওয়ায় সেখানে ন্যাজাল প্যাক দেওয়া হয়েছিল। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়।
গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।