নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলায় তিনজন নিহত ও আরো কয়েকজন আহত হবার ঘটনা ঘটেছে।
শনিবার রাতে সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, জমি সহ পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় নিহতরা হলেন- দুজাহান মিয়া (৪৮),নূর মোহাম্মদ (৩০) ও রফিক মিয়া (৪৬)। তাদের মধ্যে দুজাহান মিয়া ওয়ার্ড বিএনপির নেতা ও মৌগাতী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। তিনি ওই গ্রামের মইজ উদ্দিনের ছেলে। নিহত অপর ব্যক্তি নূর মোহাম্মদ একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এই ঘটনায় নিহত রফিক মিয়াও একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাটি গ্রামের দুজাহান মিয়া ও প্রতিবেশী রফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমাসংক্রান্ত বিরোধ ছিল। গতকাল রাতে জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে দুজাহান মিয়ার ওপর হামলা হয়।
গ্রামের স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাজী শাহনেওয়াজ বলেন, জেলা বিএনপির সম্মেলন শেষে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন দুজাহান মিয়া। পথে গ্রামের রাস্তায় দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জেরে রাত সাড়ে ১০টার পর দুজাহান মিয়ার পক্ষের লোকজন পাল্টা হামলা চালায়। তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নূর মোহাম্মদ ও রফিক মিয়া।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নূর মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। এসময় আহত রফিক মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকান্ডে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।