খুব কাছে গিয়েও শিরোপা ছুঁতে পারলেন না লিওনেল মেসি। আক্ষেপ ও হতাশার মধ্য দিয়ে কেটেছে লিগস কাপের ফাইনাল। ট্রফি ফয়সালার ম্যাচে ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে সিয়াটেল, তবে এই হারের সঙ্গে জড়িত হয়েছে উত্তেজনাপূর্ণ ঘটনা।
সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ওয়াশিংটনের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত ফাইনালে ম্যাচের পরই শুরু হয় হাতাহাতি ও কথা কাটাকাটির ঘটনা। মাঠে ধাক্কাধাক্কির সময় লুইস সুয়ারেজও বচসায় জড়িয়ে পড়েন।
ম্যাচের ৮৯ মিনিটে পল রথরকের গোলে ৩-০ ব্যবধান নিশ্চিত হওয়ার পর উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। তবে আগে থেকেই ২৬ মিনিটে সতীর্থের বাড়ানো বল হেডে গোল করে সিয়াটেলকে এগিয়ে দেন ডি রোসারিও। বিরতির পর মিয়ামির লুইস সুয়ারেজের পাসে লিওনেল মেসি সামনে থেকে শট নেন, কিন্তু তা পোস্টের ওপর দিয়ে উড়ে যায়।
৮৪তম মিনিটে ইয়ানিক ব্রাইট ডি বক্সে ফাউল করলে সিয়াটেল পেনাল্টি পায়। আলেক্স রোলড্যান তা গোল করেন এবং ব্যবধান ২-০ করেন। শেষের দিকে পল রথরক কর্নার থেকে দুর্দান্ত শটে দলের জয় নিশ্চিত করেন।পরিসংখ্যানে বল দখল, পাস এবং আক্রমণ-প্রতি আক্রমণ সবই মিয়ামির পক্ষে থাকলেও গোলের মুখ দেখাতে ব্যর্থ হয় তারা। অন-টার্গেটে একটিও শট নিতে পারেনি মেসির দল।
এই হারে মেসির ৪৭তম ট্রফি জয়ের আশা পিছিয়ে গেল। সর্বশেষ তিনি ২০২৪ সালে মিয়ামির হয়ে সাপোর্টারস শিল্ড জিতেছিলেন। ট্রফি হাতছাড়া হলেও উত্তেজনাপূর্ণ ম্যাচের কারণে ফাইনালকে মনে রাখবেন ফুটবলপ্রেমীরা।