মামুন রণবীর,নেত্রকোণা।
গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি।
সোমবার (১ সেপ্টেম্বর) দেশব্যাপী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এ আয়োজন করে।
দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আসাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান,উপজেলা বিএনপির সহ সভাপতি এম এ জিন্নাহ,এম রফিকুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন মুকুল,আব্দুল মালেক তালুকদার,সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি এবং দলের অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ে দীর্ঘ ৪৭ বছরের সংগ্রাম ও ত্যাগের ইতিহাস বহন করছে। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পঁচাত্তর পরবর্তী সময়ে দেশ যখন চরম অরাজক পরিস্থিতিতে পড়ে গিয়েছিলো তখন জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি দেশের হাল ধরেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। তিনি সফলভাবে দেশ পরিচালনা করে জাতিকে আশার আলো দেখিয়েছিলেন।
তারা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আন্দোলন করে এসেছে। দেশের মানুষকে নিয়ে দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে। আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরো শক্তিশালী করার মাধ্যমে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
তারা আরো বলেন,জনগণের রায়ে আগামীতে দেশ পরিচালনার সুযোগ পেলে বিএনপি সাধারণ মানুষের অধিকার আদায়ে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।