বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানিয়েছে, সিরিজটি শুরু হবে ওয়ানডে ম্যাচ দিয়ে। তিনটি ওয়ানডের মধ্যে দুটি আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর বাকি একটি ম্যাচ হবে চট্টগ্রামে। একই ভেন্যুতে একটি টি-টোয়েন্টি ম্যাচও গড়াবে।
শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু হিসেবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম নির্ধারিত হয়েছে।গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ক্যারিবিয়ানদের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২০১২ সালের পর এটাই ছিল প্রতিপক্ষের মাঠে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ ধবলধোলাই। তবে, সেই সফরে ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা, আর টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছিল।
এদিকে অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির নির্বাচন। যদিও শুরুতে গুঞ্জন উঠেছিল, নির্বাচন না হয়ে অ্যাডহক কমিটি গঠনের, সেটাও আবার বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে। এর প্রতিবাদে গত ২৪ আগস্ট মিরপুরে সংবাদ সম্মেলন করেছিল ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।
এরই মাঝে নির্বাচনী মাঠে নামেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যা নির্বাচনী উত্তাপ বাড়িয়েছে হাজার গুণ। এ পরিস্থিতিতে সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বোর্ড সভায় বসে বিসিবি, যেখানে নির্বাচনের বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
অবশ্য, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন বুলবুল। এতে নতুন করে হট কেক দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটির ম্যাজিক্যাল চেয়ারের লড়াই। বিসিবির সূত্র জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে এই নির্বাচন।