যশোর প্রতিনিধি।
যশোরে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে টাউন হল মাঠের মুন্সি মেহেরুল্লাহ ময়দানে নগর ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
নার্গিস বেগম বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনঃস্মরণের দিন। সমাবেশে প্রধান বক্তা অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এবং ভোটাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন চালিয়ে যেতে হবে।
সমাবেশ শেষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন খুলনা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।