নিজস্ব প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির একাংশের আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শ্যামনগর মাইক্রোবাস স্টান্ডে আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্যামনগর পৌর বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও সদরের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডক্টর মনিরুজ্জামান মনির। তিনি বলেন, বিএনপি গণমানুষের দল, এই দল সবসময় দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের প্রতিটি কর্মীকে নতুন উদ্দীপনায় এগিয়ে যেতে হবে।
শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নুরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সোলায়মান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি.এম লিয়াকত আলী প্রমুখ।
বক্তারা বিএনপির অতীত সাফল্য, গণতান্ত্রিক আন্দোলনে অবদান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলটির ভূমিকা নিয়ে আলোকপাত করেন। বিএনপির গৌরবময় ইতিহাস স্মরণ করে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শোভাযাত্রায় শ্যামনগর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অপর দিকে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির একাংশে নেতৃবৃন্দের আয়োজনে বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরা -৪ এর সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ উপস্থিত ছিলেন।