বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ র্যালিতে হাজারো নেতা-কর্মী অংশ নেন। লাল-সবুজ টুপি পরে, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কর্মীরা যখন মিছিল শুরু করেন, তখন পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্য- র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকেই এই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতার পক্ষে কাজ করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছিল। আজ আমরা আবারও সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রয়েছি।”
তিনি আরও বলেন, “আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রমাণিত হলো বিএনপি এখনও জনগণের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। সরকারের দমন-পীড়ন, মামলা-হামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগণের শক্তির কাছে সব স্বৈরাচার মাথা নত করতে বাধ্য হবে।”
স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য- র্যালি ও পরবর্তী আলোচনা সভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, দেশের প্রতিটি মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। জনগণ চায় একটি জবাবদিহিমূলক সরকার, যেখানে তাদের ভোটাধিকার নিশ্চিত হবে। তারা বলেন, আন্দোলনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী- ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি একাধিকবার রাষ্ট্রক্ষমতায় থেকেছে এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনেত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন।
র্যালি শেষে মিরসরাই শহর মুখর হয়ে ওঠে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্লোগানে। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিত নেতৃবৃন্দ জানান, এ ঐক্যই আগামী দিনের আন্দোলনের প্রধান শক্তি হয়।