ইসরায়েলের পশ্চিম তীরের অংশ সংযুক্তির পরিকল্পনাকে ‘রেড লাইন’ আখ্যা দিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবি জানিয়েছে, এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূলভিত্তি ক্ষতিগ্রস্ত করবে, যে চুক্তির মাধ্যমেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউএইর অবস্থানকে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের একতরফা এই উদ্যোগ ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে কার্যত অচল করে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথকে আরও জটিল করবে।
এর আগে ইসরায়েলের অতি-ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ঘোষণা দিয়েছিলেন, বিলম্বিত পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনা এবার বাস্তবায়ন করা হবে। এতে পশ্চিম তীর বিভক্ত হয়ে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে।
২০২৩ সালের গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলের বিরুদ্ধে এটিই ইউএইর সবচেয়ে কঠোর সমালোচনা। বিশ্লেষকরা মনে করছেন, এমন এক সময়ে এই পরিকল্পনা সামনে আনা হলো, যখন বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।