তিনটি ফিলিস্তিনি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে তদন্ত চাওয়ার জেরেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষেধাজ্ঞার আওতায় আনা সংস্থাগুলো হলো—গাজার ফিলিস্তিনি মানবাধিকার কেন্দ্র, আল মেজান মানবাধিকার কেন্দ্র এবং রামাল্লার আল হক।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেন, এসব সংস্থা ইসরায়েলের অনুমতি ছাড়া আইসিসিকে দেশটির নাগরিকদের বিরুদ্ধে তদন্তে প্ররোচিত করেছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রোম চুক্তিতে স্বাক্ষর করেনি। তাই আইসিসির এখতিয়ার আমাদের ওপর নেই। আমরা এর রাজনৈতিক এজেন্ডা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের প্রতিবাদ জানাই।”
২০২৩ সালের নভেম্বরে সংস্থাগুলো গাজায় বিমান হামলা, ভূমি দখল ও উচ্ছেদ অভিযানের বিষয়ে আইসিসির কাছে আবেদন করেছিল। এক বছর পর আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাস নেতা ইবরাহিম আল মাসরির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
এদিকে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। অপরদিকে, ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় অন্তত ১,২০০ মানুষ মারা যান এবং ২৫০ জনকে জিম্মি করা হয়।