জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে উঠতে দেওয়া হবে না।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম জানান, যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা—তাদের নাম-ঠিকানাসহ তালিকা প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, দেশের বড় বড় নেতারা বালু-পাথর উত্তোলন, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে ব্যস্ত, এমনকি তেঁতুলিয়ার বিএনপি নেতারাও চাঁদাবাজির সঙ্গে যুক্ত।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলে স্কুলে কমিটি গঠন করছে, যা লেজুরবৃত্তির রাজনীতি তৈরি করছে। তার দাবি, শেখ হাসিনা ও ছাত্রলীগও যা পারেনি, ছাত্রদল এখন তা করছে। স্কুল-কলেজে ছাত্র রাজনীতির নামে এই প্রক্রিয়া চলতে দেওয়া হবে না।
সভায় তিনি আরও ঘোষণা দেন, আগামী ১৫ অক্টোবরের মধ্যে পঞ্চগড় জেলা ও পৌরসভায় এনসিপির কমিটি গঠন করা হবে।