বিডিটেলিগ্রাফ ডেস্ক
নেপালের বিপক্ষে আজ প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, এটি হংকংয়ের বিপক্ষে আসন্ন ম্যাচের প্রস্তুতি এবং ২০২২ সালে নেপালের কাছে ৩-১ গোলে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ। তবে তিনি স্টেডিয়ামের মাঠের মান নিয়ে অসন্তুষ্ট।
বাংলাদেশ দলে নেই মাঝমাঠের নির্ভরযোগ্য খেলোয়াড় হামজা চৌধুরী। অধিনায়ক জামাল ভূঁইয়ার খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এদিকে নেপাল কোচ ম্যাট রস আত্মবিশ্বাসী যে ম্যাচের নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে।
শেষ ১০ লড়াইয়ে নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ। র্যাঙ্কিংয়েও এগিয়ে স্বাগতিকরা—নেপাল ১৭৬তম, আর বাংলাদেশ ১৮৪তম স্থানে।