নেপালের বিপক্ষে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবারের ম্যাচে শুরু থেকে স্বাগতিকরা আক্রমণাত্মক ফুটবল খেললেও বাংলাদেশ শেষ পর্যন্ত হার এড়াতে সক্ষম হয়।
২০২২ সালে একই মাঠে ৩-১ গোলে হারার পর এবারের ড্রকে স্বস্তি হিসেবে দেখছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ম্যাচে নবম মিনিটে সুমন রেজার শট অফসাইডের কারণে বাতিল হয়। প্রথমার্ধ ও শেষ মুহূর্তে চাপ সামলাতে হয় বাংলাদেশকে, তবে গোলরক্ষক সুজন হোসেন ও রক্ষণভাগের দৃঢ়তায় রক্ষা পায় দল।
হামজা চৌধুরী ও শোমিত সোমের অনুপস্থিতিতে মাঝমাঠে দুর্বল ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি জামাল ভূঁইয়ারা।
আগামী মঙ্গলবার একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে ফের মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল।