মামুন রণবীর,নেত্রকোণা।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক এইচ এম দেলাওয়ার সরকার এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সহ সভাপতি হাফেজ আবুল কাশেম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।
মানবন্ধনে আরো উপস্থিত ছিলেন জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুফাজ্জল হোসেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবু সাঈদ, মুফতি এনায়েতুল্লাহ, দ্বীন মুহাম্মদ শিপন, সানোয়ার হোসাইন সম্রাট, আবু সাঈদ, হাফেজ আল জিহাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই কর্মসূচিতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে নেতারা বলেন আমরা শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন করছি, মনে রাখতে হবে— যদি ন্যায়বিচার না হয়, তবে ছাত্র জনতার ক্ষোভকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।