নিজের মর্যাদা বৃদ্ধি করতে হলে যেভাবে নিজেকে গড়ে জীবন কে সমৃদ্ধ করতে পারে এমন কিছু কাজ রয়েছে যেগুলো মানুষের মর্যাদা বৃদ্ধি করতে পারে। নীচে তুলে ধরা হলো কয়েকটি কাজ –
চারটি জিনিস মর্যাদা বৃদ্ধি করে:- (১) ধৈর্য ও সহনশীলতা। (২) বিনয়। (৩) উদারতা। (৪) সুন্দর ব্যবহার।
চারটি জিনিস মহত্বের পরিচায়ক:- (১) মানুষের উপকার করা (সময়, শ্রম, অর্থ, বুদ্ধি ও পরামর্শ দেয়ার মাধ্যমে)।
২) মানুষকে কষ্ট দেয়া থেকে বিরত থাকা।
৩) কারো ভালো কাজের পুরষ্কার যথাসম্ভব দ্রুত দেয়া।
৪) কাউকে শাস্তি দেয়ার প্রয়োজন হলে তাড়াহুড়া না করা।
চারটি কাজ নিচু স্বভাবের পরিচায়ক:- (১) গোপন কথা ফাঁস করে দেয়া। (২) বিশ্বাসঘাতকতা করা। (৩) অসাক্ষাতে অন্যের দোষ সমালোচনা করা। (৪) প্রতিবেশী বা সঙ্গীর সাথে খারাপ আচরণ করা।
জ্ঞানীরা চারটি জিনিস থেকে দূরে থাকে:- ১) যে কোন কাজে তাড়াহুড়া করা। (২) সিদ্ধান্ত হীনতায় ভোগা।
(৩) আত্মম্ভরিতা দেখানো। (৪) গুরুত্বপূর্ণ কাজে অবহেলা করা।
আরবি থেকে অনুবাদ:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল