দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত মিরাজ মালিথার ছেলে। সাইফুল এলাকায় ছাগলের ব্যবসায়ী হিসাবে পরিচিত। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অপহলণের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম রাতে ব্যাক্তিগত কাজে বাড়ি থেকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নদীপথে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। অপহরণকারীরা ৭-৮ জন ছিল বলে ধারণা করা হচ্ছে, তারা যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এবং পরে সাইফুলকে স্পিডবোটে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অপহৃত সাইফুলের স্বজনরা জানান, সাইফুল একজন পরিচিত ছাগল ব্যবসায়ী। রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে।
অপহরণের সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, রাত ৯টার দিকে সাইফুল নামে একজনকে অপহরণ করা হয়েছে। সে পেশায় একজন ছাগল ব্যবসায়ী। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। এবং ভিকটিম কে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ।