1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা, ১৪ বোতল মদ, কারেন্ট জাল ও গাজা উদ্ধার - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবা, ১৪ বোতল মদ, কারেন্ট জাল ও গাজা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ায় ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল ডরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গাজা ও কারেন্ট জাল আটক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন সদস্যরা। মাদকদ্রব্যের মধ্যে ৩ হাজার ৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ বোতল ভারতীয় মদ, ৫০ গ্রাম গাজা এবং ৮০ কেজি অবৈধ কারেন্ট জাল রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার নওয়াপাড়া দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচারের তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী সুপার ষ্টার পরিবহন তল্লাশী করে ভারতীয় ৩ হাজার ৯৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও
ভেড়ামারায় বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ হতে বেনাপলগামী রয়েল ডিলাক্স পরিবহনে তল্লাশী চালিয়ে অবৈধ ৮০ কেজি কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয়।

এদিকে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩ মেইন পিলার হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাশেম বাজার মিরের পাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে পলাতক আসামীসহ ভারতীয় গাজা ৫০ গ্রাম গাজা এবং ২টি মোবাইল জব্দ করা হয়।

বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পশ্চিম পাড়া মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪ বোতল মদ আটক করতে সক্ষম হয়।

আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য প্রায় ১৫ লক্ষ ৫৬ হাজার ৩৭৫ টাকা। বিধি মোতাবেক মামলা দায়ের করে আটককৃত মাদকদ্রব্য ও মোবাইল থানায় জমা করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews