বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় পুকুরে ডুবে দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নূর কাদের মোল্লা (৯) এবং তার দাদা শাহজাহান মোল্লা (৮০)। স্থানীয়রা জানান, নূর কাদের গোসল করতে নেমে ডুবে গেলে তাকে বাঁচাতে গিয়ে দাদাও ডুবে যান। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিতলমারী থানার উপ-পরিদর্শক ফয়সাল বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে। পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।