নেত্রকোণা প্রতিনিধি।
পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দ্বীনি আলিম মাদ্রাসা মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক। পরে সুসং সরকারী মহাবিদ্যালয়, মহিলা ডিগ্রী কলেজ, দুর্গাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। এ সময় কবি, সাহিত্যিক, শিক্ষক শিক্ষার্থী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচির প্রধান অতিথি রায়হানুল হক বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন এমন উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি। এমন কর্মসূচি দুর্গাপুরের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তোলার পাশাপাশি স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়াতে সহায়তা করবে। সাংবাদিক সমিতির এই প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার বলেন, পরিবেশের প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সবুজ ধরিত্রীর দিকে উৎসাহিত করা এই কর্মসূচির মূল লক্ষ্য। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।