চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ছাত্রশিবিরের মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করেন।
প্যানেলে ভিপি পদে লড়বেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ও শিবির কেন্দ্রীয় কার্যকরী সদস্য ইব্রাহিম হোসেন রনি। জিএস প্রার্থী ইতিহাস বিভাগের ২০১৯-২০ সেশনের সাঈদ বিন হাবিব এবং এজিএস পদে ফাইন্যান্স বিভাগের একই সেশনের সাজ্জাদ হোসাইন মুন্না। বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী পদেও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর আয়োজিত এ নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র জমাদানকালে মিছিল বা শোভাযাত্রা করা যাবে না।