প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাস্ট্রো ক্যাম্প। নারায়ণগঞ্জের বন্দরে অবস্থিত ইপিলিয়ন ফাউন্ডেশনের শিক্ষা প্রতিষ্ঠান রিয়াজ পাবলিক স্কুল (RPS) নাসার অ্যাস্ট্রো ক্যাম্প কমিউনিটি পার্টনার হিসেবে নির্বাচিত হয়েছে।
এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ যুক্ত হলো বিশ্বের আরও সাতটি দেশের ২৭১টি প্রতিষ্ঠানের সঙ্গে।রিয়াজ পাবলিক স্কুলের আয়োজনে “On a Mission to Mars” শীর্ষক প্রথম অ্যাস্ট্রো ক্যাম্প সম্প্রতি অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ ক্যাম্পে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
তাদের চারটি দলে বিভক্ত করে মহাকাশ অভিযানের বিভিন্ন ধাপে হাতে-কলমে STEM (Science, Technology, Engineering and Mathematics) ভিত্তিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।ক্যাম্পে ছিল ভার্চুয়াল রিয়েলিটি (VR) অভিজ্ঞতা, গেম জোন এবং মহাকাশভিত্তিক আর্ট প্রদর্শনী “Space Gallery”, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও কল্পনাশক্তিকে উজ্জীবিত করেছে।
ইপিলিয়ন গ্রুপের সিএসআর ডিপার্টমেন্টের এজিএম এবং নাসা অ্যাস্ট্রো ক্যাম্প কমিউনিটি পার্টনার সাইট ডিরেক্টর জনাব নাজমুল আহসান বলেন,“আমরা বিশ্বাস করি এই ক্যাম্প বাংলাদেশের শিক্ষার্থীদের STEM শিক্ষায় আগ্রহী করবে এবং ভবিষ্যতের উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে।”
উল্লেখ্য, রিয়াজ পাবলিক স্কুল ২০২৩ সালে ইপিলিয়ন গ্রুপের সিএসআর বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি অলাভজনক শিক্ষা প্রকল্প। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য মানসম্মত শিক্ষা, প্রযুক্তি ও বাস্তবভিত্তিক শিখন কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নে কাজ করছে।