মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় জামাত ইসলামী বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতি নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পাঁচ টায় উপজেলার রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথ সভায় মিলিত হয়। পরে উপজেলা জামাতের নায়েবে আমির ডাক্তার ফজলুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাত ইসলামী বাংলাদেশ বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী বাগেরহাট জেলা সুরা সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, সহকারী সেক্রেটারি সিনিয়র প্রভাষক কামরুল ইসলাম,জামায়াত নেতা গোলাম সারোয়ার, কাজী সারোয়ার বাদল ও শিবির নেতা মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন অবিলম্বে এদাবি বাস্তবায়ন করতে হবে।