বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে।
শুক্রবার বিকাল সাড়ে তিনটায় জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মিছিলটি শেষ হয়।
সমাবেশে এসময় বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক রফিকুল ইসলাম,সেক্রেটারি মাওলানা আবদুল জব্বারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি আবদুল আলিম, কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, আবদুল হাই, হাফিজুর রহমান, নাজিমুদ্দিন, আবু ইসা, ওলিয়ার রহমান এবং উপজেলা যুব সভাপতি মতিউর রহমান প্রমুখ।
এদিকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্বতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা বেলাল হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা ওলিয়ার রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম প্রমুখ। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এসময় বক্তরা বলেন, ৫দফা ও পিআর পদ্বতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী সরকার জন্ম নেবে।