নেত্রকোণা প্রতিনিধি।
জুলাই সনদের আইনি বৈধতা ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এক বিক্ষাভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন – অধ্যাপক মাওলানা আবুল হাসেম।
এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন – দলটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, দুর্গাপুর পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এই সমাবেশে আলোচনাকালে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনঅধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, দেশে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তারা অভিযোগ করেন, পিআর ছাড়া নির্বাচন মানে দিনের ভোট রাতে করার প্রস্তুতি। যা জনগণ আর কখনও মেনে নেবে না। দেশের জনগণ জুলাই সনদের আইনি ভিত্তি চায়। পিআর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য চায়। বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় আবার যেনো কোন দল বা গোষ্ঠী ফ্যাসিস্টরূপে আবির্ভূত হতে না পারে সেজন্য ক্ষমতার ভারসাম্য আনা প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি কার্যকর আছে। পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
জামায়াতে ইসলামীর দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।