মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুর’র আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় হোটেল পশুর চত্বর থেকে বের হওয়া র্যালী পিকনিক কর্ণার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র্যালী। নৌর্যালীতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।
পরে হোটেল পশুর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলার সুন্দরবন জোন’র ট্যুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মোঃ শাহজাহান খাঁন, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, পরিবেশবিদ নুর আলম শেখ, ট্যুরিস্ট ব্যবসায়ী আঃ কাদের, মোঃ এমাদুল, মোঃ দেলোয়ার, মোঃ আনিস, ব্যবসায়ী হাবিব মাস্টার সহ পর্যটন ব্যবসায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন কোন প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন। সেজন্য পর্যটন করপোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে। নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইড থাকতে হবে। যাতে যাতায়াত, থাকার হোটেল ও ভ্রমণের নৌযানের ভাড়া নির্ধারণ থাকবে। অন্যথায় পর্যটকের পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। এছাড়া কোন ট্যুরিস্ট যেন পুলিশর হয়রানীর শিকার না হয় সে দাবী জানান বক্তারা।