বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষার কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। নতুন প্রস্তাবনায় বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় (এনটিআরসিএ) প্রিলিমিনারিতে পাস করতে একজন প্রার্থীকে কমপক্ষে ৮০ নম্বর পেতে হবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) “বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্বিক কার্যক্রম অবহিতকরণ” শীর্ষক কর্মশালায় এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, এই প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং বিশেষ করে মাদরাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় কাঠামোগত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
প্রস্তাব অনুযায়ী, সাবজেক্টিভ বা বিষয়ভিত্তিক অংশে ১৪০ নম্বর এবং জেনারেল বা সাধারণ বিষয়ের (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) ওপর ৬০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীকে মোট ২০০ নম্বরের মধ্যে কমপক্ষে ৮০ পেলে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হিসেবে বিবেচনা করা হবে।
কর্মশালায় এনটিআরসিএ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অংশীজনরা উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান অনুবিভাগের সদস্য (যুগ্মসচিব) এরাদুল হক।