দুর্গাপূজার পরিসমাপ্তি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। ধর্মীয় নিয়মে দেবী দুর্গাকে বিদায় জানানোর ক্ষণে রাজধানীর পূজামণ্ডপগুলো ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
সকাল থেকেই ঢাকার বিভিন্ন পূজামণ্ডপে ভিড় করছেন হাজারো মানুষ। ভক্তরা শেষবারের মতো দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে আসছেন। বিশেষ আকর্ষণ হিসেবে সিঁদুর খেলায় মেতে ওঠেন বিবাহিত নারীরা। ঢাক, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
পুরান ঢাকার শাঁখারী বাজারের পূজামণ্ডপে সরেজমিনে দেখা গেছে, ভক্তরা কপাল ও গালে সিঁদুর মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য।
নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্রোচ্চারণে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। নানা ভোগ্যসামগ্রী নিবেদন শেষে পূজামণ্ডপে মানুষের ভিড় ক্রমেই বাড়তে থাকে। ভক্তদের প্রত্যাশা, বিদায়ের এই ক্ষণে দেবী দুর্গা আগামী বছর আবারও শুভাশিস নিয়ে ফিরে আসবেন।
শিলা রানী নামে এক ভক্ত জানান, “সিঁদুর খেলার মাধ্যমে আমরা আশীর্বাদ কামনা করি, যেন দেবী আমাদের পরিবারকে সুখ-শান্তি দেন।” আরেক ভক্ত স্বর্ণা মজুমদার বলেন, “আমি দেবীর কাছে সংসারের সুখ ও দেশের মানুষের শান্তি কামনা করেছি।”