নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।।
শয়তানের নিশ্বাস ব্যবহার করে অভয়নগরে এক মহিলার কাছ থেকে ৫লাখ টাকা মূল্যের আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুই মহিলা। ঘটনাটি ঘটেছে রোববার বেলা ১১টায় উপজেলার নওয়াপাড়ার শাহীবাগ মোড়ের পশু হাসপাতাল সড়কে।
জানাগেছে, নওয়াপাড়া পালপাড়ার বাসিন্দা মৃত সাধু রঞ্জন মল্লিকের স্ত্রী সুষমা মল্লিক (৬০) পশু হাসপাতাল সড়কে রান্নার গ্যাস কিনতে যান। পতিমধ্যে অপরিচিত দুই মহিলা সুষমা মল্লিকের নাকে কি একটা (যা বলা হয় শয়তানের নিশ্বাস ) ছিটিয়ে দেয়। এরপর তাকে একটি গলির মধ্যে নিয়ে তার ব্যবহৃত ১ ভরি ওজনের স্বর্ণের চুড়ি, ১ভরি ওজনের চেইন ও আধা ভরি ওজনের কানের দুল লুট করে নিয়ে যায়। যার বাজার মূল্যে প্রায় ৫ লাখ টাকা।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী মহিলা ওই দুইজনকে অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান মেলাতে পারেনি। সুষমা মল্লিকের মৃত স্বামীর শেষ সম্বল ও চিহ্নটুকু হারিয়ে প্রায় পাগলনী হয়ে পড়েন এবং কান্নাকাটি করতে থাকেন।
এ বিষয় তার মেয়ের জামাই নিউরোলজি বিশেষজ্ঞ ডা. সুরজিৎ হালদার বলেন, আমরা আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি।