নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার মোহনগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হয়ে আওয়াল হোসেন (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আওয়াল হোসেন উপজেলার জয়পুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে।
নিহতের পরিবারের সদস্য চায়না আক্তার বলেন, বিকেলে বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যান আওয়াল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে গ্রামের স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষক আওয়ালের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই আমরা। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।