নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর ওয়েল্ডিং মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নওয়াপাড়া পশু হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এ নির্বাচনে ১৩০জন ভোটারের মধ্যে ১২৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মোজাম্মেল হক লিটন ৮২ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক পদে মো. নজরুল ইসলাম ৮৬ ভোট পেয়ে, সাংগঠনিক সম্পাদক পদে মো. তুহিন মোল্যা ৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন এমএম মুকিব।
নির্বাচন পরিচালনা করেন, সমিতির প্রবীন সদস্য মো. আরজ আলী।