নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ‘রাজী’ নদী দখল ও নদী হত্যার অভিযোগে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হাজী লিটনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সচেতন গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে প্রায় শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। উপজেলার মোজাফফরপুর ইউনিয়নের হারুলিয়া গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে ‘রাজী’ নদী দখল, নকশা পরিবর্তন, সরকারি তহবিল আত্মসাৎ সহ প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফরহাদ হোসেন, ইমরান হোসেন, আব্দুর রহমান রতন মিয়া সহ অনেকে। বক্তারা বলেন, ‘রাজী’ নদী শুধু একটি জলাশয় নয়, এটি হারুলিয়ার ঐতিহ্যের প্রতীক। একে হত্যা করা মানে গ্রামের অস্তিত্ব ধ্বংস করা।
স্থানীয় মেম্বার হুমায়ুন কবির বলেন, এই ভূমিদস্যু লিটন হাজীর হাত থেকে রাজী নদী উদ্ধার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া এখন সময়ের দাবি।
এই কর্মসূচিতে ‘রাজী’ নদী দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ, প্রকৃত নকশা পুনঃস্থাপন ও দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।