নেত্রকোণা প্রতিনিধি।
নেত্রকোণার দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে দুর্গাপুর পৌর বিএনপির এক ও দুই নং ওয়ার্ড শাখা রবিবার মার্কাজ মাদ্রাসা মাঠে এই আয়োজন করে।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি হাফেজ শহীদুল্লাহ মুন্সী সভাপতিত্ব করেন। সমাবেশে পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সিনিয়র সহ সভাপতি আইনুল হক বুলবুল,সাধারণ সম্পাদক হারেজ গণি,দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান,মার্কাজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ আহাম্মদ হোসেন এবং পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি।
সমাবেশে বক্তারা দুর্গাপুর থেকে মাদক নির্মুলের দাবি জানান। এজন্য সমাজের সকল শ্রেণীপেশার মানুষের সহযোগিতা কামনা করেন তারা।