নওয়াপাড়া পৌর (যশোর) প্রতনিধি।
অভয়নগরে ট্রাকের ধাক্কায় রফিকুল ইসলাম (৬০) নামের একজন অটোভ্যান আরোহী মৃত্যুবরণ করেছেন। বুধবার দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া বাজার সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসীরা জানান, নিহত রফিকুল ইসলাম যশোরের রাজারহাট রামনগর ইউনিয়নের কোতোয়ালি থানার মৃত আনারুল ইসলামের ছেলে।
জানা যায়, দুর্ঘটনার সময় তিনি ব্যাটারিচালিত ভ্যানে করে অভয়নগরের দিকে আসছিলেন। পথিমধ্যে তার সামনে থাকা একটি ট্রাক ব্রেক করলে ভ্যানচালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. ফজলুল করিম জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে এবং ট্রাক চালককে শনাক্তে অভিযান চলছে।