1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

শ্যামনগরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৪৯ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
“সকল নারী ও মেয়েদের জন্য: অধিকার, সমতা, ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশের (এএবি) আয়োজনে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯ টায় র‍্যালি শেষে রমজাননগর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছাঃ আসমা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য দিপালী রানী গায়েন, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আজগর আলী বুলু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিম ইসলাম, একশনএইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মোঃ আছের আলী, এলআরপি-৫৪ প্রকল্পের ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার এএবি সুজন চন্দ্র দাস, প্রোগ্রাম অফিসার মোঃ ফারুকুজ্জামান, প্রগতি প্রকল্পের কৃষি কর্মকর্তা নাজমুস সাকিব, একশনএইড বাংলাদেশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশ প্রগতি প্রকল্পের মিডওয়াইফ রিমা সুলতানা ও কেস ওয়ার্কার মোছাঃ জেবুন্নেছা খাতুন।

আলোচনা সভায় রমজাননগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা নারী সংগঠনের প্রতিনিধি, বিশেষ চাহিদা সম্পন্ন নারী, মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি, নারী ইয়ুথ সদস্যরা অংশগ্রহন করেন। আলোচনা পরবর্তী জলবায়ু সহনশীল স্থায়িত্বশীল কৃষি চর্চায় পরিবারে ও সমাজে বিশেষ অবদান এবং সফল উদ্যোক্তা হিসাবে ৩ জন গ্রামীণ অগ্রসর নারী নমিতা রাণী, রোমেছা খাতুন, হাফিজা খাতুন কে সম্মাননা প্রদান করা হয়।

প্রসঙ্গত, একশন এইড বাংলাদেশ, একশন এইড অস্ট্রেলিয়া (ডিএফএট দ্বারা অর্থায়িত) শ্যামনগরের রমজাননগর ইউনিয়নে জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমিউনিটি ভিত্তিক উদ্যোগ (প্রগতি) নামে প্রকল্পটি রমজাননগর ইউনিয়নে মান সম্মত কাজ করছে। জলাবায়ু পরিবর্তনের নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে, প্রকল্পের কার্যক্রম টেকসই করা, জলাবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews