রাজধানী ঢাকায় আলোচিত ইউটিউবার ও গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনায়। এবার নিজের স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে আফতাবনগরে উপস্থিত অনুসারী সামনে এই দৃশ্য দেখা যায়। এক নারী তাঁর মাথায় দুধ ঢালেন, আর চারপাশে উপস্থিত অনেকে তালি দিয়ে অভিনন্দন জানান।
হিরো আলম বলেন,“আমি আজ থেকে রিয়া মনির সঙ্গে সম্পর্ক শেষ করলাম। এখন নতুনভাবে জীবন শুরু করব।”এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকে বিষয়টিকে নাটকীয় ও ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য বলে সমালোচনা করেছেন।
হিরো আলম জানান, তিনি ইতোমধ্যে আইনি প্রক্রিয়ায় তালাকের কাগজপত্র প্রস্তুত করেছেন এবং আগামী তিন মাসের মধ্যে তা আদালতের মাধ্যমে পাঠানো হবে।
ঘটনাটি ঘিরে সাধারণ মানুষ ও বিনোদন মহলে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন এটি তাঁর ‘মিডিয়া স্টান্ট’, আবার কেউ দেখছেন এটি তাঁর জীবনের নতুন অধ্যায় হিসেবে।