দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে নুরজাহান রহমান ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দৌলতপুর পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শনিবার সকাল ১০ টায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সার্জন ডাঃ রেজাউল করীম জুয়েলের নেতৃত্বে রাজধানী ঢাকাস্থ ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ মেডিকেল ক্যাম্পে অসহায় দুঃস্থ ও চিকিৎসাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েলের উদ্যোগে ও নুরজাহান রহমান ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করে। স্বাগত বক্তব্যে শরীফ উদ্দিন জুয়েল বলেন, দৌলতপুরের ১০ লক্ষ মানুষের জন্য একটি মাত্র ৫০ শয্যার হাসপাতাল যা তার কাছে হাস্যকর বলে মনে হয়। তিনি বলেন, আগামীতে এ মেডিকেল ক্যাম্প গ্রামাঞ্চলে পারিচালনা করা হবে। এবং বিএনপি সরকার গঠন করলে দৌলতপুরের কোন মানুষ যাতে বিনা চিকিৎসায় মারা না যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ শতাধিক বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র ওষুধ প্রদান করা হয়।