রাবি প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরাজিত প্রার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত হয়েছে এক মিলনমেলা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন পদের প্রায় শতাধিক পরাজিত প্রার্থী।
রাকসুর সাবেক ভিপি পদপ্রার্থী বিল্লাল হোসেন অনুষ্ঠানে বলেন, “ভোটের আগে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা ভোট দেওয়ার আশ্বাসও দিয়েছিল। কিন্তু পরে দেখলাম, তারা সবাই শিবিরে পরিণত হয়েছে—এটা আমি কল্পনাও করিনি।”
অন্যদিকে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবির বলেন, “আমরা পরাজিত হলেও এখনো বিশ্ববিদ্যালয়ের অংশ। আজকের আয়োজনের মূল উদ্দেশ্য হলো, নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছরের মধ্যে তাদের ইশতেহার বাস্তবায়ন করেন, আর আমরা সেই প্রক্রিয়া পর্যবেক্ষণ করব।”
মিলনমেলায় উপস্থিত প্রার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।