রবিউল ইসলাম শাকিল।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের আয়োজনে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহযোগিতায় আন্তঃবিভাগ ডিপ্লোম্যাটিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ইংরেজি বিভাগে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০টি দল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়।
মডেল ইউনাইটেড নেশনস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক তানভীর আহমেদ সরকার জানান, আজ বিতর্ক প্রতিযোগিতার ট্যাব রাউন্ড এবং সেমি ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। আজ আমাদের জন্য একটা বিশেষ দিন!
দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার পর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস ক্লাব আজ আয়োজন করছে ডিপ্লোম্যাটিক ডিবেট কম্পিটিশন।আমরা অনেক দিন ধরেই এই ক্লাবটিকে আবার সক্রিয় করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি। এটা কেবল শুরু,আমাদের স্বপ্ন, একদিন এই ক্লাবটি হবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ও সক্রিয় ক্লাবগুলোর একটি। নতুন সূচনা, দলগত প্রচেষ্টা আর উন্নতির পথে শুভযাত্রা।
১০ দলের মধ্যে সেরা দুই দল, আইন বিভাগ এবং ফোকলোর বিভাগের মাঝে ফাইনাল ২৬ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে।