নিজস্ব প্রতিনিধি।
পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গিকার নিয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৮টায় শ্যামনগর উপজেলা পরিষদ চত্বর থেকে বাজার এলাকা, প্রধান সড়ক ও জনাকীর্ণ স্থানগুলোকে, বিশেষ করে অপরিষ্কার পরিবেশ, আবর্জনা পরিত্যাগ ও অস্থায়ী দোকানপাটের কারণে চলাচলে বিঘ্ন ঘটছিল এমন স্থানে কর্মসূচি হাতে নেওয়া হয়। ইউএনও রনী খাতুন বলেন, “আমরা চেষ্টা করছি একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও চলাচলে বাধামুক্ত উপজেলা গঠন করার। সাধারণ মানুষ যাতে নিরাপদ ও আরামদায়ক পরিবেশে থাকতে পারে, সেটিই আমাদের লক্ষ্য।”
এই অভিযানকে তাৎপর্যপূর্ণ করেছে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের অংশগ্রহণ। অনেকেই সদ্য প্রয়োজনীয় সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিধি মানার বিষয়ে সচেতন হয়েছেন। এক স্থানীয় বাসিন্দা উৎপল মন্ডল বলেন, “এমন উদ্যোগ অনেক দিন ধরে দরকার ছিল। এখন প্রশাসন সঙ্গে নিয়ে কাজ করছে-তাতে আসছে পরিবর্তন।”
পরিচ্ছন্ন অভিযানে এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সিডিও পরিচালক গাজী ইমরান, সাংবাদিক, শিক্ষক, সেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ।
চলমান অভিযানকে সফল করার জন্য ভবিষ্যতে নিয়মিত মনিটরিং ও গতিশীল কার্যক্রম চালিয়ে যেতে প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে।