1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরীক্ষায় নকল ধরা পড়ার পর স্কুলছাত্রীর আত্মহত্যা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

পরীক্ষায় নকল ধরা পড়ার পর স্কুলছাত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে বার্ষিক পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে ফারহানা আক্তার মোহনা নামের ১২ বছরের এ ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মোহনা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সেদিন সকালে তিনি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভীর দাবি, পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ার পর তার উত্তরপত্র ফেরত দেওয়া হয়।

পরীক্ষা শেষে মোহনা পাশের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে ঢুকে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান শিক্ষক। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম বলেন, পরিবার বিষয়টি জানতে পারে দুপুরের দিকে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নকল ধরা পড়ার অপমানে আত্মহত্যা করেছে মোহনা। তবে সঠিক কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews