বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল অঞ্চল। তাৎক্ষণিকভাবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগের দিন বুধবার দিবাগত রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে সিলেটেও ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সিলেট আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে, এবং কম মাত্রার হওয়ায় অনেকেই এটিকে টের পাননি।
আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, এ ধরনের স্বল্পমাত্রার কম্পন প্রায়ই ঘটে থাকে এবং সাধারণত এ নিয়ে আলাদা প্রজ্ঞাপন দেওয়া হয় না।