তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের বাঘারপাড়া উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড থেকে এসব প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৮ নভেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে তাঁর সভাপতিত্বে দলের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী বাঘারপাড়ায় নৌকা প্রতীক পেয়েছেন ১ নং জহুরপুর ইউনিয়নে মোঃ আসাদুজ্জামান, বন্দবিলায় যুবলীগনেতা সনজিৎ কুমার, রায়পুরে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, নারিকেলবাড়িয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল কুমার সাহা, ধলগ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, দোহাকুলায় ওয়াহিদুর রহমান,আবু মোতালেব, দরাজহাটে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জাকির হোসেন, বাসুয়াড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর সরদার ও জামদিয়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ আরিফুল ইসলাম তিব্বত।