মির্জাগঞ্জে সাপের কামড়ে মোসাঃ মাইশা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে ।
বুধবার (৩ অক্টোবর ) ভোর রাত ৩ টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাইশা উপজেলার দক্ষিণ কাঁঠালতলী গ্রামের মোঃ মামুনের মেয়ে ও কাঠালতলী প্রি-ক্যাডেট একাডেমী প্রথম শ্রেণীর ছাত্রী।
মাইশার স্বজনরা জানান, বুধবার (৩ অক্টোবর ) মাগরিবের নামাজের পরে চাচার ঘর থেকে নিজ ঘরে যাওয়ার সময় তার বাম পায়ে কামড় দেয় একটি বিষধর সাপ। প্রথমে গ্রামে এক কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। কবিরাজের প্রাথমিক চিকিৎসার পর বরিশাল শেবাচিমে হাসপাতালে নিয়ে গেলে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ সেলিম ঘটনার সত্যতা স্বীকার করেন।