সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে প্রার্থীর নির্বাচনী কার্য্যালয় পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
জেলার খোসাবাড়ি ইউনিয়নের গুনেরগাতি এলাকায় রোববার গভীর রাতে ঘটনাটি ঘটে।
জানা গেছে, খোকসাবাড়ি ইউপি নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো. রাশিদুল হাসান রশিদ মোল্লার নির্বাচনী অফিসের টাঙ্গানো নৌকার পোষ্টার ,জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ও জননেত্রী শেখ হাসিনার ছবি, ব্যানারে রাতের আঁধারে দলবদ্ধভাবে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ভোর রাতে এটি অনেক পথচারীদেরও নজরে পড়ে।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রার্থী রশিদ মোল্লা বলেন, স্থানীয় নেতা- কর্মীদের নিয়ে মহল্লায় মহল্লায় প্রচার-প্রচারণা শেষ করে রাত সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচনী অফিসে থেকে নেতা-কর্মী যে যার ঘরে ফিরে যান। গভীর রাতে এলাকার লোকজনের চিৎকার-চেচামেচি শুনতে পেয়ে দৌড়ে এসে দেখি টাঙ্গানো নৌকার ছেড়া পোষ্টারে আগুন ধরিয়ে দিয়েছে। লোকজনের উপস্থিতি বুঝতে পেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি নজরুল ইসলামবলেন, আগুন লাগার বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, ঘটনাটি কারা ঘটিয়েছে তা খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।