দূর্ণীতির মামলায় মঙ্গলবার (৯ নভেম্বর)সাবেক বিচারপতি এসকে সিনহাকে সাত ও চার বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম দু’টি ধারা মতে এ রায় দিয়েছেন।
দুদকের পিপি পিপি মীর আহমেদ আলী সালাম গনমাধ্যমের কাছে এ খবর নিশ্চিত করে বলেন, দু’টি মামলার দন্দ একই সাথে কার্যকর হবে । তিনি জানান,মাম্লার অন্য ১০ আসামিকে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ২ আসামি কে খালাস প্রদান করেছেন আদালত।
কারাদণ্ড পাওয়া্ অন্য আসামিরা হচ্ছেন—তৎকালীন ফারমার্স ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সাবেক ক্রেডিটপ্রধান গাজী সালাহউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট লুৎফুল হক, নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, ফারমার্স সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম শামীম, সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, গুলশান শাখার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী, এস কে সিনহার পিএস(কথিত) রণজিৎ চন্দ্র সাহা ও রণজিতের স্ত্রী সান্ত্রী রায়।
খালাস পেলেন যে দুজন — নিরঞ্জন চন্দ্র সাহা ও মো. শাহজাহান ।
গত বছরের ১৩ অগাস্ট ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলা দায়েরের আগে থেকেই এসকে,সিনহা বিদেশে রয়েছেন। তিনি প্রথম দন্ডপ্রাপ্ত দেশের থেকে প্রথম সাবেক প্রধান বিপারপতি।