1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ইউপি নির্বাচনী সহিংসতায় নিহত ৪ - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
গণঅভ্যুত্থানের বিজয়ীরাই দেশ চালাচ্ছে: তথ্য উপদেষ্টা নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশের বিশেষ হটলাইন ভৈরবে মরা গরুর মাংস বিক্রি, কসাইয়ের কারাদণ্ড ও জরিমানা বাঘারপাড়ায় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন বাঘারপাড়ায় আদিবাসি জনগোষ্ঠির সাথে সম্প্রীতি স্থাপনে মতবিনিময় সভা ৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন বাঘারপাড়ায় ১৫০ কৃষক কে গ্রীষ্মকালীন বীজ ও সার বিতরণ শরণখোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা ও র‍্যালি অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলামের পদত্যাগ যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা: অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেলেন তারেক রহমান

ইউপি নির্বাচনী সহিংসতায় নিহত ৪

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪৮৪ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে সহিংসতার ঘটনার খবর পাওয়া গেছে।  নির্বাচনী সহিংসতায় কোনো কোনো স্থানে গুলিতে নিহতের ঘটনাও ঘটেছে। এছাড়াও কয়েকটি কেন্দ্রে ভোট শুরু আগে সিল মারা ব্যালট পাওয়া গেছে।

কক্সবাজারঃ জেলার  সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আকতারুজ্জামান পুতু নামের একজন প্রাণ হারিয়েছেন। 

বৃহস্পতিবার সকালে ইউনিয়নের তেতৈয়ায় এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন। নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই। ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নরসিংদীঃ ভোটের আগেই নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তবে সংঘর্ষের পর সকাল থেকে আইনশৃঙ্খলাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ায় সকাল ৮টা থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শুরু হয়।

নিহতরা হলেন বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দী গ্রামের আবদুল হেকিমের ছেলে সালাউদ্দিন মিয়া (২০), সুবানপুর গ্রামের হক মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (১৮) ও বটতলীকান্দি গ্রামের হাজী সিরাজ মিয়া ছেলে দুলাল মিয়া (২২)। এর মধ্যে নিহত সালাউদ্দিন ও জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান প্রার্থী (টেলিফোন প্রতীক) রাতুল হাসান জাকিরের সমর্থক ও দুলাল নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল হকের সমর্থক।   

মৌলভীবাজারঃ জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটগ্রহণের আগেই ৩৫০টি সিল মারা ব্যালট পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টায় এই কাণ্ড ধরা পড়ে। 

জানা যায়, ভোটগ্রহণ শুরু হওয়ার আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে।  এ কারনে  সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু  না হয়ে প্রার্থীদের মধ্যে সমঝোতা করে প্রায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

সাগরনাল ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরো কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিজাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটগুলো ছিঁড়ে ফেলা হয়।

পাতিলাসাঙ্গান প্রিজাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ বিষয়টি  নিশ্চিত করে বলেন, প্রার্থীদের মধ্যে সমঝোতার মাধ্যমে সমাধান করে এক ঘণ্টা পর ভোট শুরু হয়। 

কুমিল্লাঃ জেলার মেঘনা উপজেলার চালিয়াভাঙ্গায় রামপ্রসাদেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী আবদুল লতিফ ও আওয়ামী লীগের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী হুমায়ুন কবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের লোকজন টেঁটা নিয়েও সংঘর্ষে জড়ায়। 

এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের ঘটনায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো ওই কেন্দ্রে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৮টার ওই ঘটনায় আধাঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। খবর পেয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রামঃ এ জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউপির জোড়ামতল সরকারি প্রাথমিক কেন্দ্র দখল নিয়ে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

এ ঘটনায় দুই মেম্বার প্রার্থী ফুরকান ও মাহবুবকে আটক করেছে পুলিশ।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুমন বণিক দুই মেম্বার প্রার্থীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এছাড়া গতরাত থেকে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার গুণ্ডের সলিমপুর, সোনাইছড়ি, বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নে সন্ত্রাসীদের মহড়া ও প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে চলেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews