গতকাল তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১শ’ জন চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান গতরাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মোট ১২৩টি উপজেলার ১ হাজার ৪টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনে ২০টি দল চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে। স্বতন্ত্রসহ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৫ হাজার ২২২ জন প্রার্থী। প্রার্থিতা প্রত্যাহার শেষে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৪ হাজার ৪০৯ জন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১০০ জন।